চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিকলবাহা মাস্টারহাট মসজিদে নামাজ শেষে মইজ্জ্যারটেক মোড়ের একটি ওয়ার্কশপে গাড়ির চাকার কাজ করাতে গিয়েছিলেন, বর্তমানে তিনি গাড়ি চালান।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর মোহাম্মদ (৪৪) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার গোষ্ঠীর মৃত আলী আহমদের সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
একটি সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ আওয়ামী লীগের পদ-পদবিতে থাকলেও সংগঠনে তেমন সক্রিয় ছিলেন না। বরং তিনি পুলিশ-বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়াতেন। তার বাড়ি শিকলবাহা ফাঁড়ির ঠিক সামনেই।
তবে পুলিশের একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট শিকলবাহা ফাঁড়ির নিরাপত্তায় দায়িত্ব পালনে সহযোগিতা করেছিলেন তিনি। সে সময় পুলিশ পিছু হটলেও নুর মোহাম্মদ সরকারি সম্পদ রক্ষায় এগিয়ে এসেছিলেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, ‘গ্রেপ্তার নুর মোহাম্মদকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’
তবে কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
জেজে/ডিজে