চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াভহ আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পশ্চিম চরলক্ষ্যা ৯ নম্বর ওয়ার্ডের চিভাতলা এলাকার জয়নাব আলী মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। রান্না ঘরের এলপি গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় নুরজাহান বেগম (৬৫) নামের এক নারী অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম নগরের চাক্তাই ইউনিটের দমকল বাহিনী ইউনিট দীর্ঘ একঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- এয়াকুব আলী (৬০), মুহাম্মদ আবুল হোসেন (৬০), শাহ আলম (৪৭), মুহাম্মদ হোসেন (৪২) ও আলী নুর (২৫)। এ ঘটনায় ঘরে থাকা স্বর্ণলংকার, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পুলিশ।
ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, ‘ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নীচে রাত কাটতে হবে। অগ্নিদগ্ধ মহিলা নুরজাহানের বাম হাত শরীরের বিভিন্ন অঙ্গ আগুনে ঝলসে গেছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়িঁর এসআই আলাউদ্দিন। তিনি বর্তমানে চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’
কর্ণফুলী থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) মুকুল মিয়া বলেন, ‘রান্না ঘরের এলপি গ্যাস লিগ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় এককোটি টাকার ক্ষতি হয়েছে।’
পরে বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার ঘটনাস্থল পরির্দশন করেছেন। তারা স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে ক্ষতিগ্রস্তদের ৬৭ হাজার বিতরণ করেন।
এএইচ