কর্ণফুলীতে উচ্ছেদ শীঘ্রই, ফার্স্ট ট্র্যাকে নির্মাণ হবে বে-টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এনসিটি, সিসিটি ও কর্ণফুলী চ্যানেল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে পাইলট ভ্যাসেল রক্ষীতে করে কমিটির সদস্যরা বোট ক্লাব থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন টিমে রয়েছেন সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এসএম শাহজাদা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুছ ছাত্তার, উপ সচিব বেগম মালেকা পারভীন, ড. দয়াল চাঁদ মণ্ডল, জাতীয় সংসদ সচিবালয়ের উপ পরিচালক আবদুল জব্বার, সিনিয়র সহকারী সচিব এসএম আমিনুল ইসলাম।

মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির গতিকে আরও বেগবান করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়নের কোনও বিকল্প নেই। এছাড়া কর্ণফুলী নদী ড্রেজিংয়ের পাশাপাশি দূষণরোধ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। বে টার্মিনাল দ্রুত নির্মাণের লক্ষ্যে ফার্স্ট ট্রেকে আনতে শিগগিরই প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।

কমিটির সদস্যরা বোট ক্লাব থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করে শাহ আমানত সেতু পর্যন্ত পরিদর্শন করেন।

এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহিদুল হাসান চৌধুরী, হারবার মেরিন কমডোর শফিউল বারী, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, সচিব মো. ওমর ফারুক, ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান, উপসচিব আজিজুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ জানুয়ারি) সংসদীয় কমিটি সাগরপথে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm