কর্ণফুলীতে ইয়াবাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার, পালিয়েছে ছেলে

0

কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের সদস্যরা।

বৃহষ্পতিবার (১৩ জুন) কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকায় জামালপাড়ায় নাসিম মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার হওয়া নুরুল ইসলাম (৫০) ও শিরিন আক্তার মনি (১৮) সম্পর্কে বাবা-মেয়ে বলে জানিয়েছে পুলিশ। তারা দক্ষিণ শিকলবাহার জামালপাড়া এলাকার নাসিম মাঝির বাড়ির বাসিন্দা।

s alam president – mobile

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ শিকলবাহা থেকে বাবা-মেয়েকে চার হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তবে ওই সময় নুরুল ইসলামের পুত্র পালিয়ে যাওয়ায় ইয়াবার মূল হোতা আবদুল আজিজ দুলুকে গ্রেপ্তার করা যায়নি।

এই পরিবারটি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় গ্রেপ্তার দুজন ও পলাতক তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকরব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!