চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কর্ণফুলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক (স্থগিত) এসএম মামুন মিয়া।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৯ বস্তা চাউল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন মামুন মিয়া।
এসএম মামুন মিয়া বলেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্য সচিব হাজী মো. ওসমান, সদস্য এজাবত উল্লাহ, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফ, সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সি, জেলা যুবদলের সহ-সভাপতি ছালেহ্ জহুর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো. জসিম উদ্দীন জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হক সাধু, মো। হাসেম, মো. ইলিয়াছ মেম্বার, শ্রমিক দলের সদস্য সচিব মনির উদ্দীন, ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার, মো. জসিম উদ্দিন মেম্বার, মো. সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা হাসান মুরাদ, ইকবাল সাইদুল, ছাত্রদল নেতা ইফতেখার, জাহেদ, পারভেজ, কামরুলসহ চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত সোমবার কর্ণফুলীর চরলক্ষ্যার হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৯ পরিবার ক্ষতিগ্রস্ত হন। ঘটনার পরপরই উপজেলার প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।
ডিজে