কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আহম্মদ আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার আহম্মদ আলী (৩৯) চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যাঙের গোষ্ঠীর রৌশন আলীর ছেলে।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, আহম্মদ আলীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের কারণ ও তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm