করোনা রোগী ছুঁয়ে ডাক্তার-নার্সসহ ২১ জন গেলেন হোম কোয়ারেন্টাইনে

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা সদর হাসপাতালে সৌদিফেরত এক মহিলা করোনা আক্রান্ত হওয়ার পর তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

হোম কোয়ারেন্টাইনে পাঠানো ২১ জনের মধ্যে ১০ জন চিকিৎসক, ৮ জন নার্স ও ৩ জন ক্লিনার রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

জানা যায়, করোনা আক্রান্ত সৌদিফেরত ওই মহিলা ১৫ মার্চ পবিত্র ওমরাহ শেষ করে সৌদি আরব থেকে দেশে ফেরেন এবং কক্সবাজার শহরে তার পুত্র, কন্যা ও নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!