করোনা রোগীর সংস্পর্শে আসা ৯ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর রিপোর্ট নেগেটিভ

নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা রোগীর সংস্পর্শে আসা সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তা ও কর্মচারীর রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও ওই রোগীর সংস্পর্শে আসা এক চিকিৎসকের রিপোর্টও নেগেটিভ আসে।

শনিবার (২ মে) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি ।

তিনি বলেন, সোমবার (২৭ এপ্রিল) এক নারীর করোনা শনাক্তের পর বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সোনালী ব্যাংকের নাইক্ষ্যংছড়ি শাখা লকডাউনসহ সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। পরদিন ৩০ এপ্রিল ওই নারীর সংস্পর্শে আসা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও এক চিকিৎসকসহ ১০ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। সেই ১০ নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ পজেটিভ শনাক্ত মহিলাটি লেনদেন করতে গত সোমবার সোনালী ব্যাংক নাইক্ষ্যংছড়ি শাখায় গিয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (২৯ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা নিতে আসে করোনা আক্রান্ত মহিলাটি। তার জ্বর ও সর্দি কাশির কথা জেনে চিকিৎসক বর্তমান করোনা পরিস্থিতির উপসর্গ হিসেবে কোভিড-১৯ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরে ২৭ এপ্রিল সন্ধ্যায় ওই নারীর কোভিড-১৯ এ রিপোর্ট পজেটিভ আসে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!