করোনা যুদ্ধে চট্টগ্রামে যুক্ত হলেন ৭১ তরুণ চিকিৎসক (নামসহ)
বিসিএস অপেক্ষমাণ তালিকা থেকে সুপারিশপ্রাপ্ত
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামে যুক্ত হচ্ছেন তরুণ ৭১ জন চিকিৎসক। সরকার চট্টগ্রামে নতুনভাবে ৭১ জন চিকিৎসককে পদায়ন করেছে। ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) অপেক্ষমাণ তালিকা থেকে সুপারিশপ্রাপ্ত ২ হাজার চিকিৎসকের মধ্যে ৭১ জনকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন হিসেবে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি হয়েছে।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী মঙ্গলবার (১২ মে) এই তরুণ চিকিৎসকরা চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় যুক্ত হওয়ার কথা রয়েছে।
এর আগে ৩০ এপ্রিল করোনা চিকিৎসায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪ এপ্রিল তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৭১ জন নতুন চিকিৎসকরা যারা ইতোমধ্যে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন সে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই তারা যোগদান করবেন। তারপর আমরা তাদের কর্মস্থল নির্ধারণ করবো।’
উল্লেখ্য, সরকারিভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাট ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও করোনার চিকিৎসা শুরু হচ্ছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন
ডা. সাবরিনা তাসনিম, ডা. মুনির উদ্দিন, ডা. সাদিয়া সুলতানা, ডা. এএসএম আরমান উল্লাহ, ডা. মো. ইফতিখারা-ই-আলম জিয়াদ, ডা. তানজিনা তাবাসসুম, ডা. জোবাইদা খানম, ডা. রসিফাতুল ইসলাম, ডা. উম্মে হোসনা তৈয়বা, ডা. তাহমিনা সুলতানা, ডা. ফারহানা জেরিন, ডা. ইমরোজ জাহান অনিকা, ডা. মো. কামরুল হাসান মুরাদ, ডা. উচ্ছ্বাস কারন, ডা. শোভন আচার্য্য, ডা. ইফতেখারুল আলম ফরহাদ, ডা. হিমাদ্রি শংকর দেবনাথ, ডা. দেবযানী বড়ুয়া, ডা. মইনুল আনাম, ডা. ফারজানা ইয়াসমিন, ডা. আফসানা তাসমিম তিশা, ডা. জেসমিন আক্তার, ডা. জুনায়েদ আহমেদ, ডা. উম্মে সাইকা, ডা. অমী দেব, ডা. সোমেন সেন গুপ্ত, ডা. জান্নাতুন নূর জ্যোতি, ডা. শাওন ব্যানার্জী, ডা. চৌধুরী আসিফ আব্দুল্লাহ, ডা. সাঈদ আরিফিন, ডা. মাহবুবুর রহমান, ডা. আহমেদ মহসিন মেহেদী, ডা. রেজওয়ানা তানিম, ডা. মাহমুদা আক্তার, ডা. শারমিন সুলতান উর্মি, ডা. রুমানা সাইরিন পন্নী, ডা. ফারজানা ইয়াসমিন, ডা. দৃষ্টি শর্মা, ডা. নিশাত চৌধুরী, নুসরাত জাহান, ডা. আসহাব মেহরাজ, ডা. তানবিনা হোসেন নাদিয়া, ডা. মিজানুর রহমান, ডা. অর্নী মজুমদার, ডা. উম্মে তামিমা, ডা. হাতমিনা আক্তার, ডা. ফারজানা রুবাইয়াত, ডা. রেহানা মজুমদার, ডা. মেহের নিগার মুনমুন, ডা. সিহাম ইমাম, ডা. এপি বনিক, ডা. নিশাদ সুলতানা, ডা. কলি আক্তার, ডা. প্রত্যাশা মল্লিক, ডা. মাসুমা জান্নাত, ডা. সাদমান সাইকা, ডা. ফেরদাউস হোসেন, ডা. আফসানা তাসনিম টিষা, ডা. ফাতেমাতুজ জোহরা মুনমুন, ডা. ফাহিমা আক্তার, ডা. চৌধুরী মোহাম্মদ নসরুম মাহফুজ, ডা. খাঁন মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. হাসানুল করিম, ডা. রনি দেব নাথ, ডা. নাবিলা মর্তুজা চৌধুরী, ডা. জয়ন্তী দত্ত, ডা. আবু সৈয়দ মো. রাশেদুল হাসান, ডা. শারমিন সুলতানা, ডা. লুৎফুন নাহার, আরিফুল ইসলাম।
এফএম/এসএস