করোনার ঝুঁকিতে পিছিয়ে নেই পার্বত্য জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়িবাসীকে করোনা থেকে বাঁচাতে জেলা জুড়ে বসানো হচ্ছে করোনা প্রতিরোধক বুথ।
এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলায় বসানো হলো করোনা প্রতিরোধক বুথ। শনিবার (৩১ জুলাই) মহালছড়ি বাজার কমিটির উদ্যোগে বাজারের মোড়ে এই বুথটি উদ্বোধন করা হয়।
এতে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য থাকছে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার ও মাষ্ক। বুথের বাটনে চাপ দিলেই ফ্রিতে পাওয়া যাবে করোনা প্রতিরোধক এই উপহারগুলো।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাস, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এই বুথটি উদ্বোধন করেন।
এ সময় বক্তারা বলেন, এই বুথের মাধ্যমে বাজারে আসা সকলেই বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার পাবেন, যা ব্যবহারে করোনা প্রতিরোধ করা যাবে। তাই সকলকে আতংকিত না হয় স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহ্বান জানানো হয় বাজার কমিটির পক্ষ থেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি ১ নং সদর ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান বাবু ও মহালছড়ি ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।