করোনাভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতিই এবার করোনায় আক্রান্ত হলেন। জাতীয়ভিত্তিক এই কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর পাশাপাশি তার ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেরও (বিএমডিসি) সভাপতি। ডা. শহীদুল্লাহ ছাড়াও তার ছেলে, ছেলের বউ ও গৃহকর্মীর শরীরে করোনার জীবাণু নিশ্চিত হওয়ার পর তারা সকলে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেছেন, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডা. শহীদুল্লার ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীরও করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।
সিপি