করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে, মোবাইলে যাবে না ম্যাসেজ

করোনা টিকার তৃতীয় ডোজ পাওয়া ব্যক্তিদের ফের বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্থ ধাপের এই টিকা কার্যক্রম। তৃতীয় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে, এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ দেওয়া হবে। তবে এ ডোজ নিয়ে গ্রাহকদের মোবাইলে যাবে না কোনো খুদে বার্তা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘শুধুমাত্র স্থায়ী কেন্দ্রগুলোতে দেওয়া হবে এই টিকা। এক্ষেত্রে গ্রাহকদের অন্যান্যবারের মতো মোবাইলে খুদে বার্তা দেওয়া হবে না। আর যাদের তৃতীয় ডোজ নেওয়ার সময় চার মাসেরও কম তাদের এখন টিকা দেওয়া হবে না। শুধুমাত্র সর্বশেষ টিকা নেওয়ার মেয়াদ চার মাসের বেশি যাদের, তারা চতুর্থ ডোজ পাবেন।’

যেসব স্থায়ী কেন্দ্রে দেওয়া হবে টিকা

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালসহ প্রতিটি ওয়ার্ডে টিকাদানের স্থায়ী কেন্দ্রগুলো।

স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে এবার ফাইজারের টিকা দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে যে সকল কেন্দ্রে ফাইজারের টিকা থাকবে না সেখাসে সিনোভ্যাকের টিকা দেওয়া হবে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm