সুস্থ হয়ে বাসায় ফিরলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। শনিবার (৫ জুলাই) তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।
এর আগে গত ২৬ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। উনাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তাঁর পুনরায় নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। এছাড়া তাঁর শারিরীক অবস্থা উন্নতি হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে শনিবার তাকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০ টায় চমেক হাসপাতাল ছেড়ে বাসায় যান।
এমওফও