করোনা চিকিৎসায় নতুন ৭৩ ডাক্তার পেল চট্টগ্রামের ৬ হাসপাতাল

চট্টগ্রামে নতুন নিয়োগ পাওয়া ৭৩ জন চিকিৎসককে চট্টগ্রামের ছয় হাসপাতালে পদায়ন করা হয়েছে। নতুন এসব চিকিৎসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বৃহস্পতিবার (১৪ মে) সিভিল সার্জন কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নিয়োগ পাওয়া নতুন এ ৭৩ জন চিকিৎসক আগামী ১৬ মে শনিবার থেকে প্রজ্ঞাপনে উল্লেখ করা হাসপাতালে যোগদান করবেন।

হাসপাতালগুলো হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি, ফৌজদারহাটের করোনা ফিল্ড হাসপাতাল, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাউজানের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতাল ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪১ জন চিকিৎসক, ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১ জন, ফৌজদারহাটের করোনা ফিল্ড হাসপাতালে ৪ জন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, রাউজানের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালে ২ জন এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিবেন।

বিআইটিআইডিতে যারা যোগ দিচ্ছেন—
ডা. সাবরিনা তাসনীম, ডা. সাদিয়া সুলতানা, ডা. তানজিনা তাবাসসুম, ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. ইমরোজ জাহান আনিকা, ডা. মোহাম্মদ মাইনুল আনাম, ডা. অমী দেব, ডা. জান্নাতুল নূর জ্যোতি, ডা. শাওন ব্যানার্জী, ডা. সাঈদ আরিফিন, ডা. মাহমুদা আক্তার, ডা. দৃষ্টি শর্মা, ডা. নিশাত চৌধুরী, ডা. উম্মে তামিমা, ডা. তাহমিনা আক্তার, ডা. রেহানা মজুমদার, ডা. নিশাদ সুলতানা, ডা. চৌধুরী মোহাম্মদ নসরুম মাহফুজ, ডা. রনি দেব নাথ, ডা. নাবিলা মর্তুজা চৌধুরী এবং ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যারা যোগ দিচ্ছেন—
ডা. এএসএম আরমান উল্লাহ চৌধুরী, ডা. ইফতিখার ই আলম জিয়াদ, ডা. উম্মে হোসনা তৈয়বা, ডা. ফরহাদ উদ্দিন, ডা. ফারহানা জেরিন, ডা. কামরুল হাসান মুরাদ, ডা. ইফতেখারুল আলম ফরহাদ, ডা. হিমাদ্রি শংকর দেবনাথ, ডা. দেবযানী বড়ুয়া, ডা. ফারজানা ইয়াসমিন, ডা. আফসানা তাসনিম তিশা, ডা. জেসমিন আক্তার, ডা. সোমেন সেনগুপ্ত, ডা. চৌধুরী আসিফ আবদুল্লাহ, ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান, ডা. আহমেদ মহসিন মেহেদী, ডা. রেজওয়ানা খানম, ডা. শারমিন সুলতানা উর্মি, ডা. আসহাব মেহেরাজ, ডা. তানবিনা হোসেন নাদিয়া, ডা. মুহাম্মদ মিজানুর রহমান, ডা. অর্নী মজুমদার, ডা. ফারজানা রাবাইয়াত, ডা. মেহের নিগার মুনমুন, ডা. সিহাম ইমাম, ডা. এপি বণিক, ডা. কলি আক্তার, ডা. প্রত্যাশা মল্লিক, ডা. সাদমান সাঈকা, ডা. ফেরদাউস হোসেন, ডা. আফসানা তাসনিম টিয়া, ডা. ফাতেমাতুজ জোহরা মুনমুন, ডা. ফাহিমা আক্তার, ডা. খান মো. আবদুল্লাহ আল মামুন, ডা. হাসানুল করিম, ডা. জয়ন্তী দত্ত, ডা. আবু সৈয়দ মো. রাশেদুল হাসান, ডা. ঐন্দ্রিলা দাশ গুপ্তা, ডা. লুৎফুন নাহার, ডা. সাদিয়া সুলতানা এবং ডা. মাসুমা জান্নাত।

ফিল্ড হাসপাতালে যারা যোগ দিচ্ছেন—
ডা. মোহাম্মদ সিফাতুল ইসলাম, ডা. তাহমিনা সুলতানা, ডা. জুনায়েদ আহমেদ এবং ডা. ফারজানা ইয়াসমিন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা যোগ দিচ্ছেন—
ডা. উচ্ছাস কারন, ডা. শোভন আচার্য্য এবং ডা. উম্মে সাইকা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা যোগ দিচ্ছেন—
ডা. নুসরাত জাহান এবং ডা. মোহাম্মদ সাইফুল করিম।

সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালে যারা যোগ দিচ্ছেন—
ডা. মোহাম্মদ মুনির উদ্দিন এবং ডা. রুমানা সাইরিন পন্নী।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!