করোনা কেড়ে নিল আরও ৩৩ প্রাণ, বাড়লো শনাক্তও

২৪ ঘণ্টায় সুস্থ হলেন ১৮৯০ জন

আবারও পুরোদমে স্বরূপে ফিরছে করোনাভাইরাস। ঈদের বন্ধের গ্যাড়াকলে কয়েকদিন নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমতির দিকে থাকলেও সেটি আবার ভয়ংকররূপে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬৫৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ২৬৭ জনের মৃত্যু হলো।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৫৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজা ৭৫০ জনে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী ৩ হাজার ২৬৭ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৫৭৪ জন (৭৮ দশমিক ৭৯ শতাংশ) এবং নারী ৬৯৩ জন (২১ দশমিক ২১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব আট, ষাটোর্ধ্ব ১০, সত্তরোর্ধ্ব ছয়, আশির বেশি বয়সী একজন এবং নব্বোই বছরের বেশি বয়সী দুজন।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রংপুর বিভাগের তিনজন, খুলনা বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন এবং বরিশাল বিভাগে একজন।

অন্যদিকে, সিভিল সার্জনের দেয়া তথ্যমতে, শুধুমাত্র চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত ১৪ হাজার ৬২৫ জন। এদের মধ্যে মারা গেছেন ২৩৬ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৭১৫ জন করোনা রোগী।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!