করোনা কিটের জন্য ৫ লাখ টাকা দিলেন পর্তুগাল প্রবাসী চট্টগ্রামের তরুণ

করোনাভাইরাস শনাক্তকরণের কিট তৈরির কাজে সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন পর্তুগাল প্রবাসী এক বাংলাদেশি।

আহমেদ ইফতেখার চৌধুরী নামে চট্টগ্রামের এ সন্তান রোববার (২২ মার্চ) ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এ অনুদান তুলে দেন। গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকার অনুদান ছাড়াও তিনি এক লাখ টাকায় ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের জন্য মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন।

চট্টগ্রামের সন্তান ইফতেখার চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে থাকা। করোনাভাইরাস শনাক্তকরণে যে কিট তারা তৈরি করেছে সেটা যেন খুব দ্রুত বাজারজাত করতে পারে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!