করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে নগরীর পার্কভিউ হসপিটালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নাছির ভাই কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলেন। ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসার পর উনার শরীরে হালকা জ্বর ছিল। এতদিন বাসায় থেকে চিকিৎসা নিলেও চিকিৎসকের পরামর্শে আজ সকালে উনাকে আমরা হসপিটালে ভর্তি করিয়েছি।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম বলেন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন সাহেবের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। আমাদের হসপিটালে তিনি ভর্তি আছেন। চিকিৎসকের পরামর্শে তাঁর অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এফএম/এমএহক