করোনা আক্রান্তের মিছিলে একদিনে ৫৪৯

গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৬২ জন। আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৫ জন।

নতুন করে আরও ৮ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির এসব তথ্য জানান।

তিনি জানান, মৃত তিনজনই ষাটোর্ধ এবং ঢাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সের আক্রান্ত রোগীর হার ২৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৪ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছরের ১৮ শতাংশ।

এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৩৩২টি। শনাক্ত হয় ৫৪৯ জন, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।

সারাদেশে এ পর্যন্ত সংগ্রহ করা নমুনার পরীক্ষা ৫০ হাজার ছাড়িয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ৭৩৩ টি।

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!