করোনার কাছে হেরে গেলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০)।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ইমাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২১ অক্টোবর সৈয়দা মাবিয়া খাতুনসহ পরিবারের ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে সৈয়দা মাবিয়া খাতুনসহ পাঁচজনকে ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছিল।
হাসপাতালে চিকিৎসারত মাবিয়া খাতুনের অবস্থার অবনতি হওয়ায় ২৮ অক্টোবর আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে।
এর মধ্যে ১৭ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তবে মাবিয়া খাতুনের করোনা পজিটিভ আসে।
আব্দুস ছালামের ভাই ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সৈয়দ নুরুল ইসলাম জানান, রাত নয়টায় মোহরা এলাকার বায়তুল ইকরাম জামে মসজিদের তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার এই একান্নবর্তী শিল্পপতি ও রাজনৈতিক পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের শরীরে আপাতত করোনার কোন লক্ষণ নেই।