করোনায় মারা গেলেন বন্দর শ্রমিক নেতা ফখরুল

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

এর আগে করোনা পজিটিভ হওয়ায় গত ২৪ জুলাই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বন্দর সিবিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফখরুল ইসলাম ৮০’র দশকের ছাত্রলীগ নেতা ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।

জানা গেছে, কর্মজীবনে তিনি চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক লীগের (সিবিএ) যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। এছাড়া তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন ও খালেদা-নিজামীবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের সকল যৌক্তিক আন্দোলনে ফখরুল ছিলেন সামনের সারিতে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!