স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রথিতযশা এই শিক্ষক চাকরি জীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগেও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. একেএম নুরুল আনোয়ারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ঢাকা মেডিকেল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল আনোয়ার চাকরি জীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সাবেক আইপিজিএমআরের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করে তিনি ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক শোকবার্তায় অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সিপি