করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন চট্টগ্রাম অঞ্চলের প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ডা. জামালউদ্দিন আহমেদ।
পবিত্র ঈদুল আজহার দিনে বুধবার (২১ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই চক্ষু বিশেষজ্ঞের মৃত্যু হয়। কিছুদিন আগে ডা. জামালউদ্দিন আহমেদের স্ত্রীও মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে চট্টগ্রামে মোট ২৬ জন চিকিৎসক মারা গেলেন এ পর্যন্ত।
ডা. জামালউদ্দিন আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ক্রমেই কমে যেতে থাকলে মঙ্গলবার (২০ জুলাই) রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ডা. জামালউদ্দিন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। কক্সবাজার জেলার চকরিয়ায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন তিনি।
বুধবার রাত ১১টার দিকে চকরিয়ার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।