মহামারী করোনাভাইরাস কেড়ে নিল সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণির প্রাণ। তাঁর জন্ম চট্টগ্রামে।
তিনি বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এম এ গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
নেতৃদ্বয় এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএহক