করোনায় ভারত থেকে পণ্য আসছে ট্রেনে, প্রথম এল পেঁয়াজ

করোনাভাইরাস মহামারির মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ভারত থেকে ছেড়ে আসা প্রথম পণ্যবাহী ট্রেন বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৯ মে) এ ট্রেনটি বাংলাদেশে পৌঁছেছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, প্রথম ট্রেনে পণ্য হিসেবে পেঁয়াজ এসেছে। শনিবার গেদে-দর্শনা ইন্টার এক্সচেঞ্জ পয়েন্টে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে পণ্যবাহী ট্রেনটি বুঝিয়ে দেয়। ৪২টি ওয়াগন সম্বলিত সেই ট্রেনটি আনলোডিংয়ের জন্য সুবিধাজনক রেল টার্মিনালে নিয়ে যাওয়ার কথা। এ ধরনের আরও কয়েকটি ট্রেন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, এ ট্রেনগুলো গেদে-দর্শনা, পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) ও রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) রেল রুটে চলাচল করবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস এ বিষয়ে বলেন, ‘করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যও ব্যহত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বিদ্যমান রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এর আগে করোনাভাইরাস বিস্তার রোধে গত ১৫ মার্চ দুই দেশের মাঝে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm