করোনায় প্রাণ হারালেন ডা. আইরিন জামান

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার ডা. আইরিন জামান। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডা. আইরিন জামান চমেক হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। আজ দুপুর ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘আমাদের হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের রেজিস্ট্রার ডা. আইরিন জামান করোনা আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ডা. আইরিনের স্বামী বিএমএ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরী। তাদের সংসারে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। ডা. আইরিন হচ্ছেন করোনায় মারা যাওয়া চট্টগ্রামের প্রথম নারী চিকিৎসক।

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। মাঝে কিছুটা সুস্থ ছিলেন। শেষ দিকে অবস্থা সংকটাপন্ন হলে চমেক হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ডা. আইরিন জামান কুমিল্লা মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!