করোনায় চমেকে মারা গেলেন কাপ্তাই উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শিবু চাকমা করোনায় মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাপ্তাই প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু জানান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শিবু চাকমা দীর্ঘদিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত ২২ জুন তাঁর করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়। ২৮ জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ৩-৪ দিন আগে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চমেকে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এদিকে, শিবু চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তাঁর গ্রামের বাড়ি রাঙমাটি শহরের চম্পক নগরে সম্পন্ন হবে বলে জানা গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!