চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনেক শিক্ষার্থী টিউশন, পার্টটাইম জব করে নিজের এবং তার পরিবারের খরচ বহন করে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য টিউশন আর জব বন্ধ থাকায় তাদের জীবনযাত্রা আজ সংকটপূর্ণ। তাদেরকে সাহায্য করতে ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।
৫১ তম ব্যাচের প্রতিনিধিরা জানান, চবিয়ান কোনো শিক্ষার্থীর যাতে অর্থাভাবে পরিবারের ভরণপোষণ চালাতে দুশ্চিন্তায় পড়ে কষ্টে দিনাতিপাত করতে না হয়, সে জন্য এই ফান্ড কালেকশন এবং গোপনে কিছু আর্থিক সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম ‘প্রজেক্ট চবি পরিবার’। এটি সম্পূর্ণ অনুদান নির্ভর। যেকেউ এতে অনুদান পাঠাতে পারবে।
যাদের সমস্যা তারা মেসেঞ্জারে বা মোবাইলে জানালে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তার কাছে অনুদান পৌঁছে দেওয়া হবে।
যেসব নম্বরে অনুদান পাঠানো যাবে—
১. ফোরকানুল আলম: ০১৮৩৪২৫৯৫৯৬৮ (রকেট)
২. মিনহাজুল ইসলাম তুহিন: ০১৬৩৫৬২৮৪৫৪ (বিকাশ)
৩. শফিকুল ইসলাম শাওন: ০১৬৮৫৪২১০৩৯ (বিকাশ)
৪. সাইফুল ইসলাম: ০১৭২৭৩৫৪০২২ (বিকাশ)
৫. মুনাওয়ার রিয়াজ মুন্না: ০১৭১৮৮০৭৮৪৮ (বিকাশ)
৬. বোরহান উদ্দিন রাব্বানী: ০১৯৪৮৪৮৭৭৫০ (বিকাশ)
৭. ফজলে রাব্বী হৃদয়: ০১৯৮৬৭১২৫৫৪ (বিকাশ)
এ বিষয়ে ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফোরকানুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এই সংকটকালে আমরা ‘একান্নবর্তী’ পরিবার সাবেক এবং বর্তমান সকল চবিয়ান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাবৃন্দ প্রত্যেকের কাছে আহ্বান জানাই; আপনারা যে যার অবস্থান থেকে যা পারেন এই প্রজেক্টকে সফল করতে। কিছু চবিয়ান ভাই-বোনের মুখে হাসি ফোটাতে দেওয়া বিকাশ-রকেট নম্বরগুলোর মাধ্যমে এই প্রজেক্ট ফান্ডে সামর্থ অনুযায়ী সহায়তা পাঠান। আমরা সেই জমাকৃত অর্থ কিছু চবিয়ান ভাই-বোনের জন্য এই দুর্দিনে উপহার হিসেবে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
এএইচ