করোনায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। জসীম উদ্দিন মজুমদার নামের এই কর্মকর্তা কাস্টমস হাউসের রাজস্ব বিভাগের সুপারিন্টেনডেন্ট ছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ওই রাজস্ব কর্মকর্তার (সুপারিন্টেনডেন্ট) নাম জসীম উদ্দিন মজুমদার। তিনি সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

করোনায় মারা যাওয়া রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার অফডকে (এছাহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড) অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে জসীম উদ্দিন মজুমদারের মৃত্যু ছাড়াও ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

জানাজা ও দাফন ফেনী শহরের গ্রামের বাড়িতে সম্পন্ন হবে বলে কাস্টমস সূত্রে জানো গেছে।

এএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!