করোনায় এবার মিরসরাই স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ নিজাম স্বাস্থ্য অধিদপ্তরের স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন।

মোহাম্মদ নিজাম উপজেলার ইছাখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফিজগ্রামের হাজী আবদুর রশীদ ভূইয়া বাড়ীর বাসিন্দা। বুধবার (১৩ মে) ভোর সাড়ে ৫ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চি‌কিৎসারত অবস্থায় তিনি মারা যান।

মরহুমের জেঠাতো ভাই মিরসরাই ডায়াবেটিস সেন্টারের ডাক্তার আহমেদ মঈনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, গত মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় তিনি কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হন। পারিবারিক জীবনে দুই ছেলে সন্তানের জনক তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উনাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি।

মরহুমের দাফন কাজে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ‘শেষ বিদায়ের বন্ধু’ সহায়তা করবেন বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ক্ষেত্রে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা নেই।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!