দেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫০ জনের। করোনায় নতুন করে আরও ৯৬৯ জন শনাক্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জনে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৭৭৩টি নমুনার মধ্যে ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়া ২৫০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।
তিনি আরো বলেন, মৃত্যু ১১ জনের মধ্যে ৭জন পুরুষ ৪জন নারী। মৃত্যুেদের মধ্যে ৫১-৯০ বয়সী ছিলেন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় পৌনে ৪৩ লাখ। মৃতের সংখ্যা দুই লাখ ৮৭ হাজারের বেশি। তবে সোয়া ১৫ লাখেরও বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
আরএ/এমএহক