করোনায় আরও ৭ জনের প্রাণহানি, আক্রান্তদের অধিকাংশই নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন ৩১২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্ত হলেন ২,৪৫৬ জন।

রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২,৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত। এছাড়া, নতুন ৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৫ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জোবায়েরের জানাজায় বিপুল লোকসমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর, সারাদেশে গত ২৬ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় চলছে লকডাউন। মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

এদিকে গত ১৫ দিনে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৫ জনে। এ নিয়ে চট্টগ্রামে এক শিশু, দুই বৃদ্ধ ও দুই নারীসহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত নগরীতে আক্রান্ত হয়েছে ২২ জন। উপজেলায় আক্রান্ত হয়েছে ১৩ জন।

আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm