করোনায় আক্রান্ত হলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। সোমবার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইউএনও নিজেই।

আনোয়ারা থানার উপ-সহকারী পরিদর্শক এমরান হোসেন খন্দকার বলেন, আজ সোমবার আনোয়ারা উপজেলায় ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাও রয়েছেন। বাকি ৬ জনের মধ্যে কাফকোর তিনজন ও হাইলধর ইউনিয়নের তিনজন। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, কিছু উপসর্গ দেখা দিলে গত ২৪ জুন করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর ছাড়া আর কোনো উপসর্গ নেই। বর্তমানে আমি হোম কোয়ারেন্টাইনে আছি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!