বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) করোনার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
জানা গেছে, এর অন্তত এক সপ্তাহ আগে থেকে তিনি জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন। এরপর তার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
রোববার (৫ জুলাই) মাইনুদ্দিন হাসানের ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার (মেডিসিন) ডা. ফরহাদ উদ্দীন চৌধুরী মারুফ জানান, ‘আমার বড় ভাই মাইনুদ্দিন হাসান চৌধুরী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর আর কাশিতে ভুগছেন। ২ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সিটিস্ক্যানে তাঁর ফুসফুসে মৃদু নিউমোনিয়া ধরা পড়েছে। তবে তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’
মাইনুদ্দিন হাসান চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
সিপি