s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

করোনার বছরে চট্টগ্রামের জাহাজভাঙা প্রাণ কেড়ে নিল ৮ শ্রমিকের

১২ মাসে ১১ দুর্ঘটনা

0

সদ্য শেষ হওয়া ২০২০ সালে চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে নানা দুর্ঘটনায় নিহত হয়েছেন আট শ্রমিক। আহত হয়েছেন চারজন। আগের বছর এই খাতে প্রাণ হারিয়েছেন ২২ জন শ্রমিক, আহত হয়েছিলেন ২৩ জন।

বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি ফাউন্ডেশন) এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জাহাজভাঙা ইয়ার্ডে ১১টি দুর্ঘটনা ঘটেছে।

মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে জাহাজের ওপর থেকে নিচে পড়ে যাওয়া, ভারী লোহার আঘাত, গ্যাসে দম বন্ধ হওয়া ও ভারী তারের আঘাত।

বিশ্লেষণে আরও দেখা যায়, কর্মক্ষেত্রে জাহাজের ওপর থেকে পড়ে চারজন শ্রমিক মারা যান এবং একজন শ্রমিক গুরুতর আহত হন।

Din Mohammed Convention Hall

এ ছাড়া লৌহদণ্ডের আঘাতে একজন, গ্যাসে দম বন্ধ হয়ে দুজন, হ্যাশ কাভারের ধাক্কায় একজন, ভারী তারের আঘাতে একজন শ্রমিক মারা যান।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm