করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া রোগী ৩২ বছর বয়সী এক নারী। তিনি হাটহাজারী উপজেলার বাসিন্দা।
জানা যায়, ৮ মে করোনা পজিটিভ হয়ে ওই নারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর করোনায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয়েছে। তিনি করোনা পজিটিভ হয়ে গত ৮ তারিখে এখানে ভর্তি হয়েছিলেন।’
তিনি আরও বলেন, তিনি যেহেতু করোনা পজিটিভ হয়ে মারা গেছেন তাই নিয়ম অনুযায়ী রোগীর দাফন কাজ সম্পূর্ণ করা হবে। তবে এ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. আব্দুর রব।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩২ জন। আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন ৯ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।
এসআর/এসএ