করোনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরিত হলো ডিপিএল

স্থগিত মুজিববর্ষের ক্রিকেট এবং কনসার্টও

ঢাকার মাঠের উইকেটগুলোকে টানা খেলা থেকে বিশ্রাম দেয়ার লক্ষ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) গত মাসে সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাওয়া লিগ উপলক্ষে বেশ কিছু দল এরই মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার চলে আসে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ঢাকার বাইরে প্রিমিয়ার লিগ আয়োজন থেকে পিছিয়ে গেল সিসিডিএম। একই সাথে বিসিবি করোনাভাইরাসের কারণে এআর রহমানের কনসার্ট ও বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচটিও আপাতত স্থগিত করেছেন।

বুধবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাপন বলেন, ‘আমাদের হাতে দুটি অপশন ছিল। ১৮ তারিখ এআর রহমানের যে কনসার্ট, সেটা আমরা ছোট করে করতে পারতাম, পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা বড় করে হবে, যেভাবে করার পরিকল্পনা হয়েছিল। তাই আমরা এটাকে এখন পিছিয়ে দিয়েছি। পরিস্থিতির উন্নতি ঘটলে, পরে কোনো একটা সময় আমরা এটা আয়োজন করবো।’ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এছাড়া ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ আছে- সে দুটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

প্রিমিয়ার লিগের ভেন্যু বদলে রাজধানী ঢাকা ও তার আশপাশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বিকেলে প্রিমিয়ার লিগের আয়োজক সংগঠন সিসিডিএমের সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, ‘এখন আর ঢাকার বাইরে প্রিমিয়ার লিগের খেলা হবে না। কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামের এক ও দুই নম্বর মাঠ আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম তিন রাউন্ড খেলা হওয়ার কথা থাকলেও, আমরা তা ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আর সাভারের বিকেএসপিতে স্থানান্তর করেছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!