s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

করোনায় আক্রান্ত প্রসূতিদের জন্য আলাদা কর্নার চালু মা ও শিশু হাসপাতালে

0

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত প্রসূতি রোগীদের জন্য চালু করা হয়েছে অবস্ এন্ড গাইনী কর্নার। করোনা ইউনিটের অধীনে এ কর্নার চালু করা হয়।

এক বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত কর্নারে করোনায় আক্রান্ত প্রসূতি রোগীদের নরমাল ডেলিভারি, সিজারসহ সকল প্রকার চিকিৎসা সেবা দেয়া হবে। এজন্য একজন অভিজ্ঞ কনসালটেন্টসহ প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেয়া হয়েছে।

করোনায় আক্রান্ত প্রসূতি রোগীদের উক্ত সেবা গ্রহনের জন্য অনুরোধ জানিয়ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm