করোনাক্রান্ত উপাচার্য ভর্তি সিএমএইচে, চবির লকডাউন বাড়লো আরও ৮ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে লকডাউন বাড়ানো হলো আরও ৮ দিন। গত ৪ জুলাই শনিবার হতে ১৭ জুলাই লকডাউন থাকার কথা থাকলে এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পাস এলাকা লকডাউন থাকবে ২৫ জুলাই পর্যন্ত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, চবি ক্যাম্পাসে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় ইতোমধ্যে চবি প্রশাসন ঘোষিত ৪ জুলাই শনিবার হতে ১৭ জুলাই ২০২০ শুক্রবার পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাসে সর্বাত্মক লকডাউন চলছে। ক্যাম্পাসে করোনা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য সর্বাত্মক লকডাউন আরও ৮ দিন অর্থাৎ ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।

এদিকে বর্তমানে করোনা আক্রান্ত চবি উপাচার্য, তাঁর স্বামী, কন্যাসহ পরিবারের পাঁচ সদস্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

এর আগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রফেসর ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। একইসঙ্গে আক্রান্ত হন উপাচার্যের বাংলোর দুই কর্মচারী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শিরীণ আখতারের পিএস মোহাম্মদ জাহাঙ্গীরও করোনায় আক্রান্ত হন। ক্যাম্পাস এলাকায় বর্তমানে করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন ২৭ জন। এর মধ্যে ৪ জুলাই থেকে ১৭ জুলাই প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা করে। তখন এই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হবে বলেও জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। জরুরী প্রশাসনিক কার্যক্রমগুলো চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে পরিচালনা করা হচ্ছে।

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!