করোনাকালেই মেয়র নাছিরের পৌনে ৩ কোটি টাকার ‘ব্র্যান্ড নিউ’ রেঞ্জ রোভার

করোনায় যখন কাঁপছে চট্টগ্রাম, এলাকায় এলাকায় যখন কর্মহীন ক্ষুধার্ত মানুষের হাহাকার বাড়ছে— চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ঠিক সেই সময়ে নগরীর সড়কে নামালেন নিজের বিলাসবহুল ব্র্যান্ড নিউ গাড়ি— দাম মাত্র পৌনে তিন কোটি টাকা। আগের গাড়িটি ছেড়ে গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে এই রেঞ্জরোভার গাড়িটি ব্যবহার করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, সাদা রঙের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি ২০১৯ মডেলের। গাড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, মাস কয়েক আগে আড়াই কোটি থেকে সর্বোচ্চ তিন কোটি টাকায়ও এই মডেলের রেঞ্জ রোভার বিক্রি হতে দেখা গেছে। তবে আ জ ম নাছির গাড়িটি ২ কোটি ৭০ লাখ টাকায় কিনেছেন বলে জানিয়েছে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি।

শক্তিশালী ইঞ্জিন, দীর্ঘ হুইলবেইস ও আট-গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনসমৃদ্ধ গাড়িটিতে রয়েছে বিনোদনের নানা অত্যাধুনিক ব্যবস্থা। গাড়ির সিটগুলোতে বসে গরম ও ঠাণ্ডা— এ দুই ধরনের ম্যাসাজ করার ব্যবস্থাও আছে। নিজেদের ফেসবুকে পেইজে আমদানিকারক প্রতিষ্ঠান এই গাড়িটির আরও নানা অত্যাধুনিক সুবিধার কথা উল্লেখ করেছে।

ছেলের জন্য কিনেছিলেন দেড় কোটি টাকার এই লেক্সাস
ছেলের জন্য কিনেছিলেন দেড় কোটি টাকার এই লেক্সাস

ঢাকার গুলশান ২ এর ১১১ নম্বর সড়কের অটো মিউজিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গাড়িটি আমদানি করে। অটো মিউজিয়াম লিমিটেডের পরিচালক শফিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র গাড়িটি কিনেছিলেন। তবে এটি কয়েক মাস আগের কথা।’

গাড়িটির দাম কত জানতে চাইলে তিনি বলেন, ‘তখন দাম একটু বেশি পড়ছিল। ২ কোটি ৭০ লাখের মতো।’

চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারিতে এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর চট্ট-মেট্রো-ঘ-১১-৩৯৯৬। আগ্রাবাদের হোসাইন চেম্বারের অ্যামিউজ মেরিন সার্ভিসের প্রোপ্রাইটর হিসেবে আ জ ম নাছির উদ্দীনের নামে রেজিস্ট্রেশন হয়েছে বিলাসী গাড়িটি।

চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে রেজিস্ট্রেশনের নথি পরীক্ষা করে দেখা গেছে, সেখানে ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই গাড়ির বিপরীতে ঋণ নেওয়া হয়েছে কিনা কিংবা ওই গাড়ির মূল্য পৌনে তিন কোটি টাকা হলেও ব্যাংক থেকে এ বাবদ কতো টাকা ঋণ নেওয়া হয়েছে চট্টগ্রাম প্রতিদিন সে সম্পর্কে কোনো তথ্য পায়নি।

YouTube video

সুবিধার কমতি নেই অত্যাধুনিক রেঞ্জ রোভার গাড়িতে

তিন বছর আগে সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে আবু সাঈদ মো. তানবীরের জন্য দেড় কোটি টাকা মূল্যের লেক্সাস গাড়ি কিনে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি মেয়রের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় ছেলেকে দামি ওই গাড়ি উপহার দেন তিনি। টয়োটার বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডের গাড়িটি সরাসরি জাপান থেকে নিয়ে আসা হয়েছিল। ওই গাড়িটির আমদানিকারক ছিল চট্টগ্রামের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কে কে অটোমোবাইলস।

আ জ ম নাছির উদ্দীন সে সময় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘ছেলের শখ পূরণ করতে গাড়িটি কিনেছি।’

আর এবারের গাড়িটি সম্পর্কে জানতে চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm