চট্টগ্রামের পটিয়া ধলঘাটের করনখাইন সর্বজনীন শান্তি ধামের উদ্যোগে শ্রীশ্রী রাম ঠাকুরের মহোৎসব আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে দীক্ষাদানসহ মহানামযজ্ঞ, আরতি, ভোগ, মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এ উপলক্ষে সম্প্রতি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মহোৎসব পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়।
মহোৎসব পরিচালনার জন্য প্রিয়তম মজুমদারকে সভাপতি এবং চন্দন মল্লিক চান্দুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
শ্রীশ্রী রাম ঠাকুরের চতুষ্প্রহরব্যাপী মহোৎসবের অনুষ্ঠানসূচিতে ২৪ জানুয়ারি শুভ অধিবাস হবে। ২৫ জানুয়ারি ভোর থেকে শুরু হবে মহানামযজ্ঞ।
ওইদিন সকাল ১০টা হতে দীক্ষাদান করবেন শ্রীশ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য।