কমোডর রাব্বানী হত্যা মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

কমোডর গোলাম রাব্বানী হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে ওরফে বিলাই সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) যুক্তিতর্ক শেষে সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ওই মামলায় আগামীকাল বৃহস্পতিবার রায় প্রদানের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অশোক কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

অশোক কুমার দাশ বলেন, ‘যুক্তিতর্ক শেষে আসামি সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামীকাল ওই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।’

২০০৪ সালের ১১ এপ্রিল ইপিজেডের সাইট পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান কমোডর গোলাম রাব্বানী। ১৩ দিন ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জাতীয় চার নেতা হত্যা মামলার সাক্ষী ছিলেন গোলাম রাব্বানী।

Yakub Group

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!