কমিটি ঘোষণার একঘন্টার মাথায় চট্টগ্রাম উত্তরে সহসভাপতির ‘পদত্যাগ’

কমিটি ঘোষণার একঘন্টার মাথায় ‘পদত্যাগ’ করে বসলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নতুন কমিটিতে স্থান পাওয়া এক সহ-সভাপতি। সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া একটায় ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে ওই পদত্যাগপত্র পেশ করেন সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্র থেকে ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নতুন কমিটিতে নয়জন সহ-সভাপতির তালিকায় নুরুল মোস্তফা মানিকের নামও রয়েছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সর্বশেষ কমিটিতেও সহ-সভাপতি পদে ছিলেন। এছাড়া তিনি মিরসরাই উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবরে লেখা সেই ‘পদত্যাগপত্রে’ তিনি লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী বিগত ৩৫/৩৬ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছি। চাওয়া পাওয়ার হিসেবে নিকেশ কিংবা ত্যাগ তিতিক্ষার ফিরিস্তি তুলে ধরতে চাই না।’

‘পদত্যাগপত্রে’র শেষাংশে নুরুল মোস্তফা মানিক লিখেছেন, ‘শেখ হাসিনার একজন কর্মী এই পরিচয়ই আমার জন্য যথেষ্ট। অতএব মহোদয়ের কাছে আকুল আবেদন, সদ্যঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করতে সুযোগ দিয়ে বাধিত করবেন।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে এসএম রাশেদুল আলমকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

Yakub Group

ওই বিজ্ঞপ্তিতে কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল গত বছরের ২৯ মে। এর প্রায় নয় মাস পর ঢাকা থেকে নতুন এই আংশিক কমিটি এলো।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!