কমিউনিটি পুলিশিং ডে, পটিয়াকে মাদক-সন্ত্রাসমুক্ত করার প্রত্যয়

পটিয়া থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। পটিয়া থানার সেকেন্ড অফিসার( সিপি ও) এস আই খালেদের পরিচালনায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান,পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম।

বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু,আশিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম. হাসেম, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কাশিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম. খোরশেদ গণি,৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম,৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল,৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম.এ. মন্নান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সৈয়দ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, বুলবুল আক্তার, শওগত আকবর মেম্বার, মহিলা মেম্বার শাহিন আক্তার, কোহিনুর আক্তার, আজিমুল হক, ফৌজুল কবির কুমার প্রমুখ।

পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল বলেন, ‘পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশ ও জনতার সম্পর্ক আরো বেশি জোরদার করার দরকার।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!