কক্সবাজারের টেকনাফ হ্নীলায় কবুতরের খাঁচার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মো. আব্দুল খালেক (২৭) নামের এক কবুতর ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার খাঁচার ভেতর পাওয়া যায় ১২ হাজার ইয়াবা। আটক আব্দুল খালেক হ্নীলা নাটমোরা পাড়ার আব্দু শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, ‘হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হ্নীলা থেকে পালংখালীগামী একটি যাত্রীবাহী অটোরিক্সা তল্লাশীকালে একব্যক্তির আচরণ সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে কবুতরের খাঁচার ভেতর ৬০টি ইয়াবার প্যাকেট আছে। ইয়াবার প্যাকেটগুলো খুলে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’
এএইচ