কবর খুঁড়তে গিয়ে হঠাৎ নিজেই ঢলে পড়লেন কবরে

কবর খোঁড়ার পারদর্শী ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী আবদুর রশিদ চৌধুরী। তাই কোথাও মানুষ মারা গেলে ডাক পড়তো তার। খবর পেয়ে খুশি মনে ছুটে যেতেন কাছে কিংবা দূরে। এ পর্যন্ত শতাধিক কবর খুঁড়েছেন তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাড়ির পাশে জনৈক নুর-নাহার নামের এক মহিলার মৃত্যুর খবর শুনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চায়ের দোকান বন্ধ করে ছুটে যান কবরস্থানে। প্রায় ৭০ বছর বয়সেও শক্ত হাতে তুলে নিলেন কোদাল। বিরতিহীনভাবে চলছিল কবর খোঁড়ার কাজ। এক পর্যায়ে হঠাৎ কবরের ভেতর ঢলে পড়লেন আবদুর রশিদ চৌধুরী নিজেই। শেষ পর্যন্ত রোববার রাতেই অন্যের খোঁড়া কবরে শায়িত হলেন তিনি।

নিহত আবদুর রশিদ চৌধুরী পশ্চিম সারোয়াতলীর মৃত ইউসুফ আহমদ চৌধুরীর পুত্র। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!