চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় সৎ বাবার হাতে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২০ জুলাই) সকালে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতুলি হাফেজ নগর এলাকার আব্দুন নূর কলোনির একটি বাসায় এই ঘটনা ঘটে৷
ধর্ষণের দায়ে অভিযুক্ত ওই সৎ বাবার নাম সবুজ। তার বাড়ি ভোলা জেলায় বলে পুলিশকে জানিয়েছেন মেয়ের মা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, সকালে ঘরের দরজা খুলে শিশু কন্যা ও তার সৎ বাবা সবুজকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। জিজ্ঞেস করলে মেয়েটি তার সৎ বাবার হাতে নিপীড়নের কথা জানায়। এর আগেও কয়েকবার এমন করতে চেয়েছিল বলেও জানায় সে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ঘটনার পর মেয়ের সৎ বাবা সবুজ পালিয়ে যায়। মেয়ের মা এখনো লিখিত অভিযোগ করেনি। তবে একটি মৌখিক অভিযোগ করেছে। মেয়েটিকে আমরা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছি। আর অপরাধীকে ধরতে চেষ্টা চলছে।
নিপীড়নের শিকার মেয়েটির মা পুলিশকে জানান, ‘মেয়ের বাবার সঙ্গে ছাড়াছাড়ির পর ৫ বছর আগে সবুজকে তিনি বিয়ে করেন৷তার এই ঘরেও একটি মেয়ে আছে। প্রতিদিন সকালে তিনি গার্মেন্টসে চাকরি করতে গেলেও সবুজ বেশিরভাগ সময় বাসায় থাকে।
মেয়েটির মা জানিয়েছেন, ‘এর আগেও এমন অভিযোগ এসেছে। কিন্তু আমি অসহায়।’
এইচটি