কথা কাটাকাটির জের মক্কায় বাংলাদেশির হাতে লোহাগাড়ার এক ব্যক্তি খুন

সৌদি আরবের মক্কায় কথা কাটাকাটির জের ধরে এক বাংলাদেশির হাতে মুহাম্মদ জসিম উদ্দিন ((৪৪) নামের চট্টগ্রামের লোহাগাড়ার এক ব্যক্তি খুন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ আগস্ট) মক্কার ওয়াদি রেহেজান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।

নিহত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড়ের বাসিন্দা মোজাহার সওদাগরের পুত্র।

জানা গেছে, মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় মাজারা (বাগান) ক্ষেতের খামারে একই ইউনিয়নের ৭/৮ জন বাংলাদেশি কাজ করতো। শুক্রবার প্রতিদিনের মতো কাজ শেষে তারা বাসায় ফেরার সময় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একজনের লাঠির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন নিহত হন। ঘটনার ৩দিন পর ক্ষেতে জমিনে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

এদিকে ঘটনার ৩দিন পর জসিম উদ্দিনের মৃত্যুর খবর আত্মীয় ও প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে সৌদি স্থানীয় থানা পুলিশ এসে নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতের এক প্রতিবেশি জানান, জসিম উদ্দিন চট্টগ্রামে বেনগাড়ি চালাত। দেশে তার ২ ছেলে-মেয়ে রয়েছে। গত ঈদ-উল আযহার পর জীবনের প্রথম সৌদিআরবে পাড়ি জমান তিনি। সৌদি যাওয়ার আড়াই মাসের মধ্যে নিহত হন জসিম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!