s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

কণ্ঠশিল্পী নকীব খানও করোনার কবলে, বাসাতেই আইসোলেশন

0

চট্টগ্রামের সন্তান কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খানও করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামেরই আরেক সন্তান কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) কুমার বিশ্বজিৎ বলেন, ‘সম্প্রতি অসুস্থ বোধ করছিলেন নকীব খান। পরে তার করোনা টেস্ট করা হয়। গতকাল রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে।’

কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নকীব খান দেশের কিংবদন্তি ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও খ্যাতিমান তিনি।

নকিব খান ১৯৫৩ সালের ১৮ মার্চ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার তিন ভাইয়ের সবাই ব্যান্ডসঙ্গীতের সাথে যুক্ত। নকীব খানের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’সহ আরও বিভিন্ন গান।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm