কখনও তিনি গোয়েন্দা পুলিশ (ডিবি), কখনও বন্দরের নিরাপত্তা কর্মকর্তা। আবার কখনও সাংবাদিক সাজতেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে মাসুদ রানা নামের ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি বশির শাহ মাজার গেট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা ওই এলাকার মো. ওমর ফারুকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একজোড়া বুট, আটটি চুরি, একটি চাইনিজ কুড়াল ও দুটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএম/এএইচ