কখনও পুলিশ, কখনও ডিবি— শেষে বাকলিয়ায় ধরা অস্ত্রসহ

0

ইমরান হোসেন শওকত (২৮) নামের আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে শাহ আমানত সেতু সংযোগ সড়ক থেকে তাকে আটক করা হয়। শওকত বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটককৃত ইমরান হোসেন শওকতের বিরুদ্ধে কখনো পুলিশ, কখনো ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।’

তিনি আরো বলেন, ‘ইমরান হোসেন শওকতের দেহ তল্লাশি করে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন শওকত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

s alam president – mobile

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!